কর বাড়িয়ে জনতোপে জর্ডান সরকার

আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের পরামর্শে জিনিসপত্রের মূল্য বাড়ানোর প্রতিবাদে গত কয়েক দিন ধরেই জর্ডানের রাজধানী আম্মানে চলছে সরকারবিরোধী বিক্ষোভ।

রোববার (৩ জুন) রাতে রাজপথে নেমে আসে দেশটির কয়েক হাজার মানুষ। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে জর্ডান সরকার। একটি সূত্র জানিয়েছে, জনগণের দাবির মুখে সোমবার দেশটির বাদশা আবদুল্লাহ প্রধানমন্ত্রী হানি মুকলিকে পদত্যাগ করতে আম্মানের রাজপ্রাসাদে তলব করতে পারেন।

জনগণের ওপর অতিরিক্ত করারোপের প্রস্তাব দিয়ে গত মাসে সংসদে যে বিল পাঠানো হয়েছে, তা প্রত্যাহার করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই করবিল জর্ডানের মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলবে।

সরকারি বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই বিক্ষোভকারীরা ‘আমরা এখানে ওই বিল বাতিলের জন্য এসেছি’, ‘সরকার নির্লজ্জ’ ইত্যাদি বলে স্লোগান দিতে থাকে।

শেয়ার করুন