
শামীম ইকবাল চৌধুরী (নাইক্ষ্যংছড়ি) : নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নবগঠিত কার্যনির্বাহী ও অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (৬ জুন) নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের টি.টি.টি.সি.আই হল রুমে ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার। সভাপতিত্ব করেন নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এম. শফি উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো, ইসলাম বেবী, যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, সাংগঠনিক সম্পাদক ও পৌর কমিশনার অজিত কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুর রহমান মেম্বার, সহ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানী, ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি চেয়ারম্যান মো. হাবীব উল্লাহ, সোনাইছড়ি চেয়ারম্যান বাহাইন মার্মা, দপ্তর সম্পাদক এমএস ইকবাল চৌধুরী, প্রচার সম্পাদক ক্যনো ওয়ান চাকমা, সাংগঠনিক সম্পাদক উক্য মং চাকমা, মংহ্লা মার্মা, ডাঃ আলী আজগর, উপজেলা যুবলীগ সহ সভাপতি হোসেন আহাম্মেদ, নাজমুল হাসান, সাধারণ সম্পাদক
মো. আলী হোসেন মেম্বার, যুবনেতা এন.কে রাশেদ, মো. আবুল কালাম, নরুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ বিন্দু, সাধারণ সম্পাদক উবা চিং মার্মা, এমএ কালাম ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি ইরফান মাবুব, সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম মুমু প্রমূখ।
অনুষ্ঠানশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন উপজেলা কেন্দ্রীয় জামে সমজিদের খতিব মাওলানা ফরিদুল আলম।