দাম কমবে

রড : স্ক্র্যাপ ও কেমিক্যালের শুল্ক কমানো হয়েছে। স্ক্র্যাপ আমদানির শুল্ক ১ হাজার থেকে কমিয়ে ৮০০ টাকা ও রড তৈরিতে ব্যবহৃত কাঁচামালের ওপর আরোপিত সংরক্ষণমূলক শুল্ক ৫ শতাংশ কমানো হয়েছে। এতে বাজারে রডের দাম কমতে পারে।

গুঁড়া দুধ: গুঁড়া দুধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের কাঁচামাল মিল্ক পাউডার আমদানিতে শুল্ক কমানো হয়েছে। বর্তমানে ফিল্ড শিল্প আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আছে। এটিকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

সফটওয়্যার সফটওয়্যার আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আর ১৫ শতাংশ ভ্যাটও তুলে নেয়ার প্রস্তাব করা হয়েছে। এর সঙ্গে ডাটাবেজ, অপারেটিং সিস্টেম, ডেভেলপমেন্টস টুল, প্রোডাক্টিভিটি, অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিনের জন্য কমিউনিকেশন বা কোলাবরেশন সফটওয়্যারসহ বিভিন্ন সফটওয়্যারে ছাড় দেয়া হয়েছে।

ওষুধ: এবার ওষুধ তৈরি ২৬৮টি কাঁচামালের ওপর শুল্ককর হ্রাস করা হয়েছে। কিডনি রোগের প্রতিষেধক আমদানিতে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি ক্যান্সার রোগের ওষুধ তৈরির ১১৬টি কাঁচামালের ওপর শুল্ক কমানো হয়েছে। এতে কিডনি ও ক্যান্সার রোগীরা কিছুটা কম দামে হলেও ওষুধ কিনতে পারবেন।

শেয়ার করুন