ফেসবুক পেইজে স্ট্যাটাসে জয়
সরকারের কাছে ‌’তাদের’ ক্ষমা চাওয়া উচিৎ

সজীব ওয়াজেদ জয় -ফাইল ছবি

পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্বব্যাংক অভিযোগ তোলার পর বাংলাদেশের যারা দুর্নীতির কথা বলে গলা চড়িয়েছিল, তাদের এখন সরকারের কাছে ক্ষমা চাওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শনিবার (১১ ফেব্রুয়ারী) নিজের ফেসবুক পেইজে দেওয়া স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন।

পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির ষড়যন্ত্র’-এর অভিযোগ কানাডার আদালতে নাকচ হয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় দেওয়া এই স্ট্যাটাসে তিনি আরও বলেন, কানাডার কোর্ট পদ্মা সেতু দুর্নীতি মামলায় প্রকল্পটিতে কোনো দুর্নীতির প্রমাণ পায়নি এবং সব অভিযোগ বাতিল করে দিয়েছে। বিচারক বলেছেন ‘গাল-গল্প ও গুজব’-এর ওপর ভিত্তি করে সাক্ষ্য তথ্য সাজানো হয়েছে। অন্য কথায় বলতে গেলে, প্রসিকিউশন মামলা সাজিয়েছিল।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘প্রমাণ ছিল বিশ্বব্যাংকের মনগড়া। আমি নিজে এই সাক্ষ্য তথ্যর পুরো উপাখ্যান প্রত্যক্ষ করেছি। এটা পুরোপুরি সাজানো ছিল। কারণ এতে সুনির্দিষ্ট কোনো বিবরণ ছিল না, শুধু একটি অজ্ঞাত সূত্রের কথা বলা হয়েছে যার পরিচয় প্রকাশিত হয়নি, এমনকি কানাডার আদালতেও নয়।’

তিনি বলেন, আসলে, বিশ্বব্যাংক আদালতে লড়েছিল এবং আরও তথ্যপ্রমাণ না দিয়েই সার্বভৌম অনাক্রম্যতা দাবি করে আসছিল। তাই তারা অভিযোগ দায়ের করেছিল ঠিকই, কিন্তু তাদের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে অস্বীকৃতি জানাচ্ছিল!

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযাগ আনার পেছনে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ‘কলকাঠি নাড়েন’ বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ অধিবেশনেও এই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। যদিও ড. ইউনূস বরাবরই তার বিরুদ্ধে আনা এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘বিশ্বব্যাংক এই ষড়যন্ত্র করেছিল আমার মায়ের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, তার সম্মানহানির উদ্দেশ্যে। এরপর তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বিশ্বব্যাংককে নির্দেশ দিয়েছিল পদ্মা সেতুর ফাণ্ড যেন বাতিল করার মাধ্যমে আমাদের সরকারকে শাস্তি দেওয়া হয়। সে তা করেছিল, কারণ মুহাম্মদ ইউনূস বারবার তাকে বলছিল আমার মায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য।’

তিনি বলেন, এদের সবার উচিৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আওয়ামী লীগ সরকার এবং সব সম্মানিত লোক, যাদের তারা আঘাত করেছে- তাদের কাছে ক্ষমা চাওয়া। প্রকৃতপক্ষে বাংলাদেশের কাছে এদের ক্ষমা চাওয়া উচিৎ।

শেয়ার করুন