লামায় দু:স্থদের মাঝে ভিজিএফের চাল ও সোলার প্যানেল বিতরণ

প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আসলাম হোসেন।

লামা প্রতিনিধি : আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবানের লামা পৌরসভার ৩ হাজার ৮১ অসহায় দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল ও ১৪টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ জুন) দুপুরে পৌরসভা প্রাঙ্গনে বিতরণ উদ্ভোধন করেন বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লীপদ দাশ, মো. মোস্তফা জামাল ও ফাতেমা পারুল, বান্দরবান জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবু মুছা, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষে অনুদানের চেক, ঈদ উল ফিতর উপলক্ষে জেলা পরিষদের বিশেষ অনুদান ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইমামদেরকে শুভেচ্ছা উপহারস্বরুপ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। শেষে উপজেলা প্রশাসন কর্তৃক লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করেন তিনি।

এসময় স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ পৌর জনসাধারণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন