বোনাসের টাকায় এতিমদের ঈদ উপহার দিলেন পুলিশ কর্মকর্তা

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বাছট গ্রাম। এই গ্রামে রয়েছে ‘বাছট বৈলতলা মুকদমপাড়া হাফিজিয়া’ নামে একটি মাদরাসা ও এতিমখানা। সেখানকার দরিদ্র শিক্ষার্থী ও এতিমদের মুখে হাসি ফুটিয়েছেন পুলিশ কর্মকর্তা শেখ নাজমুল আলম। ঢাকা মহানগর পুলিশের এই জয়েন্ট কমিশনার (ক্রাইম) তার নিজের ঈদ বোনাসের টাকায় তাদের দিয়েছেন ঈদের নতুন পোশাক। সেইসঙ্গে ওই মাদরাসার শিক্ষকদেরও নতুন পোশাক দিয়েছেন তিনি।

তার পক্ষে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ওই মাদরাসায় শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহারগুলো বিতরণ করেন।

এ প্রসঙ্গে আমিনুর রহমান বলেন, ঈদ বোনাসের টাকায় স্যার এই উপহার দিয়েছেন। সমাজের অনগ্রসর মাদরাসার দুস্থ শিশু ও এতিমদের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে স্যারের এই মহান প্রয়াস আমার মতো শতশত পুলিশ সদস্যকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশরাফ উন নবী, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু,মাদরাসার কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, সহ-সভাপতি শামসুর রহমান পিন্টু, বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির সভাপতি আব্দুর রহমার বিশ্বাস, বাছট শাহী জামে মসজিদের কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন মেম্বার, মাদরাসার উপদেষ্টা মজিবুর রহমার, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মাদরাসার উপদেষ্টা হাসিবুল হাসান সোহেল এবং অ্যাডভোকেট ওমর ফারুক প্রমুখ।

শেয়ার করুন