রাঙামাটিতে পাহাড়ধস : ১জন নিখোজঁসহ নিহত ১৬

রাঙামাটি : কয়েক দিনের টানা বর্ষণে রাঙামাটির নানিয়ারচরে পাহাড়ধসে ১৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোজঁ রয়েছে আরো ১জন।

সোমবার (১১ জুন) রাতে ও মঙ্গলবার (১২ জুন) ভোরে পৃথক পাহাড়ধসে এ ঘটনা ঘটে। এতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

জেলা শহরের বিভিন্ন স্থানে পাহাড় ধসের পর স্থানীয়দের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।

নানিয়ানচর থানার ওসি আব্দুল লতিফ জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। এদিকে বৃষ্টিপাত আরো দুইদিন অব্যাহত থাকতে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রশাসনের হিসেব অনুযায়ী নগরীর ১৩টি ঝুঁকিপুর্ণ পাহাড় ও টিলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ১১টি পাহাড়-টিলায় ৬৬৬ পরিবার বসবাস করছে।

শেয়ার করুন