টানা বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসের আশংকা

পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে শহরের অধিকাংশ এলাকা। উপজেলার মহালছড়ি, দীঘিনালা, মেরুংসহ বিভিন্ন স্থানে পাহাড় ধস হওয়ায় জেলা সদরের সাথে সকল প্রকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বন্যায় জেলায় হাজার হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৫ আশ্রয় নিয়েছে শতাধিক পরিবার। পাহাড় ধসে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় মাটি চাপা পড়েছে বেশ কিছু কাচা ঘর-বাড়ী। বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে পানি ঢুকে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ নথিপত্র। বর্ষণ অব্যাহত থাকায় চেঙ্গী, মাইনী ও ফেনীর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশংকা রয়েছে।

এদিকে, টানা বর্ষণে খাগড়াছড়ি শহরের মেহেদীবাগ, বাস টার্মিনাল, শান্তিনগর, সবজি বাজার, গঞ্জপাড়া, মিলনপুর, মুসলিমপাড়া, ফুটবিল, মাস্টার পাড়া, শহীদ কাদের সড়ক, অর্পনা চৌধুরী পাড়া, আপার পেড়াছড়া পানির নীচে তলিয়ে গেছে। অপরদিকে, জেলার দীঘিনালা উপজেলার মেরুং বাজারের পানির নীচে তলিয়ে গেছে আড়াই শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান। সেই সাথে মেরুং ইউনিয়নের ৫টি গ্রামের ৫ শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। শতাধিক পরিবার শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।

সড়কে পানি ওঠায় খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক ও দীঘিনালা-লংগদু সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে। জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে বেশ কিছু কাচা ঘর-বাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদে সরে যেতে শহরে মাইকিং করছে পৌর সভা। বন্যা পরিস্থিতি দেখতে দুর্গত এলাকা পরিদর্শন করছেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, পৌর মেয়র রফিকুল আলম। পানিতে তলিয়ে যাওয়া এবং পাহাড় ধস হওয়া এলাকায় জনসাধারণকে উদ্ধারে নেমেছে ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্ট কর্মীরা।