চট্রগ্রামের পটিয়ায় সড়ক র্দুঘটনায় এক পরিবারের ৩জন নিহত, আহত ৩০

মোহাম্মদ উল্লাহ : চট্টগ্রামের পটিয়ায় দুইটি বাসের মুখোমুখী সংঘর্ষে চকরিয়ার একই পরিবারের জামাই, শুশুর ও শাশুড়ীসহ ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩০জন। তাদের মধ্যে মুমুর্ষ অবস্থায় বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাস দুটি আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার লড়িহরা স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক চকরিয়া চিরিঙ্গা হিন্দুপাড়া নিবাসী হৃদয় রঞ্জন দাশ, স্ত্রী শিক্ষিকা বাসন্তী দাশ ও মেয়ের জামাতা শিবাকর দাশ।

আহতরা হলেন সুমন (২০), রূপন ভট্টচার্য্য (৪৫), শিখা শীল (৩৭), আরিফ (২৫), আবু তাহের (৬২), নাজমুল জান্নাত (৫০), নওশীন জান্নাত (১৭), ঝর্ণা চক্রবর্ত্তী (৪৪), ফরমান উদ্দিন (৩০), সীফাত (১৮), নাজিম উদ্দিন (২৪), শহীদুল ইসলাম (৪০), দিদারুল আলম (২৫), শিখা কর (৫৫), মনির আহমদ (৬৫), ছৈয়দুল আলম (৪৫), সমাপ্তী (৬), তপন মিত্র (১৯), আবুল হোসেন (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী স‚ত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় কক্সবাজার ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী চেয়ারকোচ পটিয়ার লড়িহরা স্কুলের সামনে পৌছলে চট্টগ্রাম থেকে পটিয়ায় যাওয়ার পথে যাত্রীবাহী বাসের (চট্টমেট্রো চ-১১-১৪৪১) মুখোমুখী সংর্ঘষ হয়।

পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার বাবলু দাশ জনান, সড়ক দুর্ঘটনায় নিহত তিন জনের পরিচয় মিলেছে তারা তিন জনের বাড়ী চকরিয়ার পৌরসভার বাসিন্দ। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশ যাত্রীবাহী বাস দু’টি তাদের হেফাজতে নিয়েছে। হাইওয়ে পুলিশের পটিয়া-ক্রসিং এর ইনচার্জ মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার এবং বাস দু’টি আটক করে।