বাসাভাড়া বৃদ্ধি রোধে সিদ্ধান্ত আসছে

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

চট্টগ্রাম : বাসাভাড়া বৃদ্ধি রোধে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাথে শীঘ্রই এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

রোববার (১২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংবাদকর্মীর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আমাদের কাছে অভিযোগ রয়েছে, মহানগরে প্রতি বছরের শুরুতেই ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বাসা ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। বাসা ভাড়া নিয়ন্ত্রণে যে আইন রয়েছে তার আলোকে চসিক’র সাথে বসে আমরা শীঘ্রই উদ্যোগ নেব।

সভায় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ বলেন, অতিরিক্ত শব্দে মাইক ও গাড়ির হর্ন বাজানো একধরনের সন্ত্রাস। এছাড়াও যে বিষয়টি শহরে বসবাসরতদের নাগরিকদের বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তা হলো বছরের শুরুতেই ইচ্ছেমতো বাসাভাড়া বাড়ানো। ঘরের মালিকেরা বছরের শুরুতেই ১ থেকে ২ হাজার টাকা বাসাভাড়া বাড়িয়ে দিচ্ছেন।

এ সমস্যার সমাধানে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, চিটাগাং চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা, চট্টগ্রামের ১৪ উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ, র‌্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, মহানগরী ও জেলার যানজট নিরসনে পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ, লাইন্সেসবিহীন সিএনজি অটোরিকশা বন্ধে কার্যকর পদক্ষেপ, মাদকদ্রব্য, শব্দদূষণ ঠেকাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতি জোর দেন।

শেয়ার করুন