ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ ১২৮ জন

বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইন্দোনেশিয়ায় ১৪০ আরোহী নিয়ে লেক তোবায় একটি ফেরি ডুবে গেছে। এতে ১২৮ জন নিখোঁজের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৮ জুন) বিকেলে ফেরিটি ডুবে যাওয়ার পর সেনাবাহিনী, পুলিশসহ অন্তত একশ উদ্ধারকর্মী তা উদ্ধারে কাজ করছেন। তবে প্রচণ্ড বৃষ্টিপাত ও দুই মিটার উঁচু ঢেউয়ের কারণে কার্যক্রম ব্যাঘাত ঘটছে। দুর্ঘটনায় নিখোঁজদের মধ্যে ঠিক কতোজন বিদেশি রয়েছেন তা প্রাথমিক জানা যায়নি।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা শ্রী হারদিয়ান্তো জানান, কাঠের তৈরি ডুবে যাওয়া ফেরিটির ধারণক্ষমতা ৬০ জন হলেও তা অন্তত ৮০ জন যাত্রী ও অনেক মোটরসাইকেলসহ আরোহী পারাপার করছিলো।