বান্দরবানে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ

বান্দরবান জেলার ৭টি উপজেলার ঝিরি ও ঝর্ণা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করার বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। রবিবার (১২ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা প্রশাসন মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ‘রুমা ঝিরি এবং লামা ও থানচি উপজেলায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’

এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমম্রু ও ঘুমধুম সীমান্ত দিয়ে মাদকদ্রব্য প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, পাচারকারীরা জেলার সদরের রোয়াংছড়ির নোয়াপতং, লামা উপজেলার লাইনঝিরি, কাঁকড়া ঝিরি, রুমা, হরিণ ঝিরি, টাকের পানছড়ি মৌজা, টংকাবতি, কাঁঠালছড়া, নন্দির বিল, শীলের তোয়া, ফাঁসিয়াখালী, থানচি এবং আলীকদম উপজেলার বিভিন্ন এলাকার ঝিরি ও পাহাড় খুঁড়ে বিস্ফোরন ঘটিয়ে পাথর উত্তোলন করছে। দীর্ঘদিন ধরে অবাধে পাথর উত্তোলন করার ফলে শুকিয়ে যাচ্ছে জেলার বিভিন্ন উপজেলার পাহাড়ি-ঝিরি ও ঝর্ণা।

শেয়ার করুন