মহালছড়িতে ৩ জনকে অপহরণ করেছে জেএসএস

খাগড়াছড়ি : মহালছড়ি উপজেলা সদর বাজার থেকে তিনজন গ্রামবাসীকে অপহরণ করেছে জেএসএস’র সদস্যরা। মঙ্গলবার (১৯ জুন) সকালে এই ঘটনা ঘটে।

ইউপিডিএফ প্রসিত গ্রুপের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

ইউপিডিএফের দাবি অনুযায়ী অপহৃতরা হলেন, রাঙামাটির নানিয়ারচর উপজেলার রণুচন্দ্র কার্বারী পাড়া এলাকার উৎপল চাকমা(৪০), একই গ্রামের পূর্ণবরণ চাকমা (৫০) ও একই উপজেলার রাম সুপারী পাড়ার রিকেল চাকমা(৩২)।

বিবৃতিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক সচিব চাকমা জানান, উৎপল চাকমা, পূর্ণবরণ চাকমা ও রিকেল চাকমাকে জেএসএস’র চার সদস্য জোরপূর্বক তাদেরকে তুলে নিয়ে যায়। তিনি অবিলম্বে অপহৃত তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণকারী জেএসএস’এর সদস্যদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিষয়ে মহালছড়ি থানার ওসি মুহাম্মদ হুসাইন বলেন, ‘এই বিষয়ে এখনও কেউ অভিযোগ দাখিল করেননি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।’