মাদকবিরোধী অভিযান ও শতাধিক স্থাপনা উচ্ছেদ চট্টগ্রামে

চট্টগ্রাম : নগরের আকবরশাহ এলাকার রেলওয়ের মালিকানাধীন জায়গায় গড়ে ওঠা শহীদ লেন বস্তিতে অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও মাদকের আখড়া উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২০ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালিয়েছে আকবর শাহ থানা পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক বলেন, এ বস্তিতে নিয়মিত মাদকের আসর বসে বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। তাই স্থায়ীভাবে এ অবৈধ বস্তি উচ্ছেদে অভিযান শুরু করেছি আমরা। পুরো বস্তি উচ্ছেদ করতে সপ্তাহখানেক সময় লাগতে পারে। পর্যায়ক্রমে মাদক বিক্রি ও সেবনের অন্যান্য জায়গাগুলোতে অভিযান চলবে।

অভিযানে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করুন