বিশ্বব্যাংককে ক্ষমা চাইতে হবে

পদ্মা সেতু নিমার্ণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলায় বিশ্বব্যাংককে ‘করাপ্টেড’ উল্লেখ করে প্রতিষ্ঠানটিকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। কানাডার আদালতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ খারিজের পর রোববার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এই দাবি করা হয়।

সংসদে বিষয়টি তুলে আইনমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংককে বাংলাদেশে, প্রধানমন্ত্রীর এবং এই মামলার আসামিদের কাছে ক্ষমা চাইতে হবে। এ বিষয়টি নিয়ে ঋণদাতা বৈশ্বিক সংস্থাটির কাছে আইনি ব্যবস্থা নেয়া যায়। তিনি বলেন, সেদিন অর্থায়ন বন্ধ করে আমাদের সময় নষ্ট হয়েছিল, অর্থের অপচয় হয়েছে। সব নষ্টের মূল বিশ্ব ব্যাংক।

এসময় ভুক্তভোগীদের বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলার করারও পরামর্শ দেন তিনি।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগকারীরা ‘দেশের শত্রু’। এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত হবে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘বিশ্ব ব্যাংক নিজেরাই দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছে।’

সংসদ অধিবেশনে আলোচনার সূত্রপাত করেন আইনমন্ত্রী আনিসুল হক। এরপর বক্তব্য রাখেন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ডা. দিপু মনি, আব্দুল মান্নান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, জাসদের মঈনউদ্দিন খান বাদল প্রমুখ।

শেয়ার করুন