শিল্পকলায় প্রমা’র বসন্ত বরণ উৎসব

ঋতুরাজ বসন্তকে বরণ করতে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে প্রমা আবৃত্তি সংগঠন। ছবি সংগৃহীত

চট্টগ্রাম : রক্ত-রাঙা পলাশের বুকে সবুজ টিয়ের লুটোপুটি আর উপচে পড়া ভালবাসার বসন্ত আজ। সোমবার (১৩ ফেব্রুয়ারি)। আজ ফাগুনের প্রথম দিন। আজ বসন্ত।  প্রতি বছরের মতো এবারও ঋতুরাজ বসন্তকে বরণ করতে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে আবৃত্তি সংগঠন প্রমা।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বসন্ত উৎসবের উদ্বোধন করবেন দৈনিক আজাদী সম্পাদক এমএম মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

উৎসবে থাকছে সংগীত, দলীয় নৃত্য, ঢোলবাদন, যন্ত্রসংগীত, আবৃত্তিসহ নানা আয়োজন। এবার একক সংগীত পরিবেশন করবেন শিল্পী শ্রেয়সী রায়, মীরাক্কেল তারকা আরমান, ক্লোজ-আপ ওয়ান তারকা রাশেদ, আব্দুর রহিম, মোস্তফা কামাল, হাম্মাদুর রহমান, ছিদ্দিক হোসেন মামুন, কলি দাশ প্রমুখ।

দলীয় সংগীত পরিবেশন করবে উদীচী, অভ্যুদয়, সৃজামী। দলীয় নৃত্য পরিবেশন করবে শিল্পকলা একাডেমি নৃত্যদল, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র, ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠী।

যন্ত্রসংগীত পরিবেশন করবে ভায়োলিনিস্ট চিটাগাং। বৃন্দ আবৃত্তি পরিবেশন করবে প্রমা আবৃত্তি সংগঠন।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি ও চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহযোগিতায় আয়োজিত প্রমার বসন্ত উৎসবে অনলাইন মিডিয়া পার্টনার দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

এছাড়াও নগরীর ডিসি হিলে ‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’ স্লোগানে বসন্ত উৎসবের আয়োজন করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। উৎসবে থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা, আবৃত্তি, কথামালা, সংগীত, নৃত্য, যন্ত্রসংগীত, ঢোলবাদন, চিত্রাঙ্কন ও পিঠাপুলি। সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত উৎসব চলবে।

শেয়ার করুন