পাঁচ দফা দাবিতে চট্টগ্রামের হোমিও চিকিৎসকদের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম হোমিওপ্যাথিক স্বার্থরক্ষা কমিটির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক ডা. শওকত ইমরান সুমন। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : হোমিওপ্যাথি বোর্ড পুনর্গঠনে স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক আদর্শের পেশাদার হোমিওপ্যাথি চিকিৎসককে মনোনয়ন দেয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছে চট্টগ্রামের হোমিওপ্যাথিক চিকিৎসকরা।

শনিবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম হোমিওপ্যাথিক স্বার্থরক্ষা কমিটির সমন্বয়ক ডা. শওকত ইমরান সুমন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হোমিওপ্যাথিক স্বার্থরক্ষা কমিটির আহবায়ক ডা. রতন চক্রবর্তী।

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমকে উদ্দেশ্য করে দেয়া লিখিত বক্তব্যে জানানো হয়, দেশের ৬০ শতাংশ মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। বর্তমান সরকার হোমিওপ্যাথি চিকিৎসাকে প্রাধান্য দিয়ে আসলেও হোমিওপ্যাথি বোর্ড গঠনে চট্টগ্রাম বিভাগ হতে বিগত দিনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির বর্তমান সরকারের চিন্তার
পরিপন্থী অরাজনৈতিক ও ব্যবসায়ী পরিবার হতে মনোনীত হয়ে আসছে।

এতে শেখ হাসিনা ঘোষিত স্বাস্থ্যখাতে ‘ভিশন-২০২১’ বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এজন্য একজন স্বাধীনতার স্বপক্ষের ব্যক্তিকে চট্টগ্রাম বিভাগ থেকে মনোনীত করার পাশাপাশি ডিএইচএমএস ডিগ্রিকে বিএসসি সমমান, হোমিও কলেজ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা অন্যান্য বেসরকারি কলেজের ন্যায় সুযোগ সুবিধা প্রদান, প্রতিটি সরকারি হাসপাতাল, উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে এলোপ্যাথিক ডাক্তারের পাশাপাশি সমানুপাতিক হারে
হোমিওপ্যাথিক ডাক্তার নিয়োগ এবং আগামী বাজেটে হোমিওপ্যাথির জন্য পর্যাপ্ত বরাদ্দ প্রদানের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম হোমিওপ্যাথিক স্বার্থরক্ষা কমিটির যুগ্ম আহবায়ক ডা. রতন বড়ুয়া, ডা. অঞ্জলী সেন, সদস্য ডা. জাহেদুল ইসলাম, ডা. মুজিবুর রহমান, ডা. এস এম এমরান, ডা. প্রমোদ দাশ, ডা. কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন