চিটাগং উইম্যান চেম্বারের ঈদ পুনর্মিলনী

চট্টগ্রাম : চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী উদযাপিত হয়।

বুধবার (২৭ জুন) সন্ধ্যায় হোটেল আগ্রাবাদে ইছামতি হলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী।

তিনি তার বক্তব্যে বলেন, আমরা নারী উদ্যোক্তারা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি স্বামী-সংসার সবকিছু সামলে বিনোদনের জন্য আজ মিলিত হয়েছি। এই মিলনের ফলে একে-অন্যের সাথে সৌহার্দ্য ও সম্পর্ক গভীর হবে।

পুনর্মিলনী অনুষ্ঠানে আয়োজন করা হয় ঈদের সাজ প্রতিযোগিতা। নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ ঈদের সাজে
সেজে ক্যাট-ওয়াক এ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাঝ থেকে নুর আক্তার জাহান ১ম, সাইফুন নাহার বুশরা ২য় নাসরিন সরওয়ার মেঘলা ৩য়, বেবী হাসান ৪র্থ এবং সাবিনা কাইয়ুম ৫ম স্থান অধিকার করেন।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রাক্তান প্রেসিডেন্ট কামরুন মালেক। তিনি বলেন, রমজানের সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিরত এর আনন্দ উপভোগ করার জন্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা
মোস্তফা। অনুষ্ঠানে সাস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র ও নৈশ ভোজ এর আয়োজন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব। পুনর্মিলনী অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর বর্তমান ও প্রাক্তন পরিচালক সহ বিপুল সংখ্যক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন