বাংলাদেশ মিয়ানমার ৬টি যৌথ সমন্বয় টহল সম্পন্ন

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ নাফ নদীতে বাংলাদেশ মিয়ানমার যৌথ সমন্বয় টহল সম্পন্ন হয়েছে। ৪টি স্প্রীড বোটযোগে বাংলাদেশ ও মিয়ানমার প্রতিনিধিরা পৃথক ভাবে এই যৌথ সমন্বয় টহলে অংশ গ্রহণ করেন।

বুধবার (২৭ জুন) সকাল পৌণে ১০টা থেকে পৌণে ১১টা পর্যন্ত যৌথভাবে এ টহল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) টেকনাফ ২ ব্যাটেলিয়নের পক্ষে দু’টি স্প্রীড বোটযোগে ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন হ্নীলা বিওপি’র সুবেদার আব্দুল কাদের গাজী।

অপরদিকে মিয়ানমারের পক্ষে দু’টি স্প্রীট নিয়ে ১৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ব্রাঞ্চের নাকপুড়া ক্যাম্পের ক্যাপ্টেন মি.টু টু। বিআরএম-১১ হতে ১৫ পর্যন্ত সফল ভাবে টহল সম্পন্ন করে উভয় দেশের মধ্যে কৌশল বিনিময় হয়েছে।

উল্লেখ্য চলতি বছর ৫, ১৪, ২০ ও ২৭ মার্চ এবং ২০ ও ২২ জুন ২ বিজিবির আওতাধীন শাহপরীর দ্বীপ, টেকনাফ, দমদমিয়াসহ হ্নীলা বিওপি মোট ৬টি সমন্বয় টহল সৌহার্দ্যপুর্ণ ভাবে শেষ করেছে বলে ২বিজিবি সহঅধিনায়ক মি. শরীফুল ইসলাম জুমাদ্দার এক বার্তায় নিশ্চিত করেছেন।