বাঙালির প্রাণের উৎসব বসন্ত বরণ

নগরীর ডিসি হিলে বসন্ত উৎসবে তরুণীদের নতুন সাজে সেলফিতে ব্যস্ত। ছবি : এমএ হান্নান কাজল

চট্টগ্রাম : সোমবার (১৩ ফেব্রুয়ারি) ফাগুনের প্রথম দিন। বসন্তের রঙ ছুঁয়েছে নানা বয়সের মানুষে মনে। নগরীর ডিসি হিলে বোধন আবৃত্তি পরিষদ আয়োজন করেছে দিনব্যাপী বসন্ত উৎসব। সকাল থেকেই ভিড় জমতে থাকে নগরীর ডিসি হিল প্রাঙ্গণে।

আবৃত্তিকার জাবেদ হোসেন ও শারমিন মৃত্তিকার উপস্থাপনায় সকাল নয়টায় শুরু হয় ১২তম বসন্ত উৎসব।
পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর কণ্ঠে ভৈরবী রাগে বিলাসখানী টৌড়ী পরিবেশনার পর একক আবৃত্তি পরিবেশন করেন শিমুল নন্দী। এর পর অভ্যুদয় সংগীত অঙ্গনের দলীয় পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। আবার বন্ধুদের হাতে হাত ধরে আনমনেই গেয়ে উঠছে – বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে…।

নগরীর ডিসি হিলে বসন্ত উৎসবে তরুণী নতুন সাজে। ছবি : এমএ হান্নান কাজল

বাঙালির প্রাণের উৎসবে নৃত্য, আবৃত্তি, সুর আর সঙ্গীতে বসন্তপ্রেমিদের মন্ত্রমুগ্ধ করে রাখে ওডিসী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, দলীয় নৃত্য, শ্রেয়সী রায়ের কণ্ঠে রবীন্দ্রসংগীত, গীতধ্বনির দলীয় সংগীত, ফাহমিদা রহমানের নজরুল সংগীত, শান্তনু বিশ্বাসের কণ্ঠে আধুনিক গান, গীরিজা রাজবরের লোক সংগীত, মো. মোস্তফা কামালের হারানো দিনের গান, অমিত সেনগুপ্তের বাউল গান, রঞ্জন চৌধুরীর আধুনিক গান, গীতা আচার্যের আঞ্চলিক গান এবং সুনীল ও তার দলের ঢোলবাদন।

শেয়ার করুন