প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত কক্সবাজারে

কক্সবাজার : ‘পৌর নির্বাচন’ নিয়ে আলোচনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এইচ এম তানভীর (২৮) নামে এক জেলা ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহত তানভীর কক্সবাজার জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।

শুক্রবার (২৯ জুন) বিকাল ৪টার দিকে কক্সবাজার শহরের বাঁচামিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত তানভীর (২৭) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার আশু আলী ঘোনার মোহাম্মদ সোলায়মানের ছেলে।

স্থানীয় লোকজন ও নিহতের স্বজনদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, ‘শুক্রবার বিকালে কক্সবাজার শহরের বাঁচামিয়ার ঘোনা এলাকার নুরুল আমিন সওদাগরের দোকানের সামনে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে স্থানীয় দুটি পক্ষের আলাপ-আলোচনার একপর্যায়ে তর্কবিতর্কের জেরে এ ঘটনা ঘটেছে।’

তিনি আরও জানান, ‘কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে এইচ এম তানভীর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন