ভূজপুর স্টুডেন্টস ফোরামের যুগপূর্তি ও গুণীজন সংবর্ধনা

বক্তব্য দিচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। ছবি : প্রতিনিধি

এইচ.এম.সাইফুদ্দীন (ফটিকছড়ি) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভূজপুর থানার পড়ুয়া ছাত্রদের অরাজনৈতিক সংগঠন ভূজপুর স্টুডেন্টস’ ফোরামের যুগপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শনিবার (৩০ জুন) সকালে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন, বিকাল ৩টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম। উদ্বোধক ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মনজুরুল কিবরীয়া, বিশেষ অতিথি ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাঈল হোসেন, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী, ভূজপুর থানার অফিসার ইনসার্জ মোঃ বায়েছ আলম, ব্যবসায়ী সাদাত আনোয়ার সাদি, হারুয়ালছড়ি সাবেক ইউপি চেয়ারম্যান সরোয়ার আজম উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মুহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ইয়াকুব উদ্দীন পারভেছ ও বোরহান উদ্দীন রব্বানির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি এডভোকেট মীর ফেরদৌস সেলিম, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য কাজী সরুজ, হাফেজ মাওলানা সেলিম মাহমুদ, যুব নেতা মাঈনু করিম, সংগঠনের সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন মোঃ জাবের, এস এম রাকিব, জোনাইদ মাসুদ, আবু তৈয়ব, নাজমা আক্তার, সাব্বির প্রমূখ।

উল্লেখ্য, ২০০৬ সালের যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে একযুগ পেরিয়ে পা দিয়েছে এ সংগঠনটি। সংগঠনের অনেক সদস্য ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে, পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।