শীঘ্রই তদন্ত প্রতিবেদন
লাইসেন্সবিহীন ম্যাক্স হাসপাতালের কার্যক্রম বন্ধের আশংকা

চট্টগ্রাম : স্বাস্থ্য দফতরের লাইসেন্স নেই। শুধুমাত্র সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স আর রেজিষ্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানী এন্ড ফার্মের লাইসেন্সেই চলছিল হাসপাতালের কার্যক্রম। সিডিএ’র অনুমতি আবাসিক কাম বাণিজ্যিক ভবন হিসেবে। নানা অনিয়ম রয়েছে হাসপাতাল ব্যবস্থানায়ও। যে কারণে বন্ধ করে দেয়া হতে পারে ম্যাক্স হাসপাতালের পুরো কার্যক্রম।

রবিবার (১ জুলাই) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বৈঠককালে এসব তথ্য জানান সাংবাদিক কন্যা রাফিদা হত্যাকান্ড তদন্তে গঠিত কমিটির প্রধান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. কাজী জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, চট্টগ্রামে স্বাস্থ্য ব্যবস্থায় অরাজকতা ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। হাসপাতালটির প্রদত্ত আয়কর সনদেও জালিয়াতি পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত টিমের সদস্যরা এসব অনিয়ম পেয়েছে।

এর আগে রাতে নগরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের অবহেলায় আড়াই বছরের শিশু রাইফার মৃত্যুর অভিযোগে তদন্ত করতে আসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বয়কট করে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সাংবাদিকরা।
বৈঠক চলাকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা হাসপাতাল কর্তৃপক্ষ ও সাংবাদিক নেতাদের অভিযোগ শোনেন। এসময় বিএমএর নেতা মুইজ্জুল আকবর চৌধুরী ও ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী আপত্তিকর আচরণ করলে সাংবাদিক নেতারা বৈঠক বয়কট করেন। পরে ম্যাক্স হাসপাতালের সামনে আধা ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

পরে বিক্ষোভ মিছিল করে সাংবাদিকরা নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবে অবস্থান নেন। সেখানে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা এসে বৈঠক করেন।

বৈঠকে স্বাস্থ্য অধিদফতরের শেখ মো. মনজুরুল রহমান ও মাকসুদুল রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, মোস্তাক আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, সিনিয়র সহ-সভাপতি মাঈনু্দ্দিন দুলাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের স‍াধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, সিইউজের প্রচার সম্পাদক আহমেদ কুতুব, সিনিয়র সাংবাদিক সরোয়ার সুমন, মহসিন কাজী, ফারুক তাহের, সাইদুল ইসলাম, আজহার মাহমুদ, ইফতেখার ফয়সাল, রাহুল দাশ নয়ন, আবদুল্লাহ আল মামুন, মুস্তফা ইউসুফ, শৈবাল আচার্য্য, এমএ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন