উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিকারের আবেদন
হাটহাজারীতে জ্বীন হাজিরার নামে অর্থ আত্মসাৎ

চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার পৌরএলাকার দেওয়ান নগর গ্রামে জ্বীন হাজিরার নামে সহজ সরল মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কোহিনুর বেগম নামে এক মহিলার বিরুদ্ধে। স্থানীয় প্রশাসন ওই মহিলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে-এমন দাবী নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

অভিযোগে জানা যায়, হাটহাজারী পৌরসভার কৃষিফার্ম রোড় সংলগ্নে হাদী মোঃ ফকির বাড়িতে কোহিনুর বেগম জ্বীন হাজির করার নামে বিভিন্ন অপচিকিৎসা ভান ধরিয়ে সহজ সরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এই জ্বীন কোহিনুর এর হাত থেকে সহজ সরল মানুষদেরকে রক্ষা করার প্রতিকার চেয়ে একই এলাকার মোঃ আবদুল মালেক গত ১১ জানুয়ারি হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিতে ১৭ জানুয়ারি হাটহাজারী মডেল থানার অর্ফিসার ইনর্চাজকে দায়িত্ব দেন। প্রতারক কোহিনুর জ্বীন হাজিরার নামে দীর্ঘ দিন ধরে মানুষের সাথে মিথ্যা ও ভন্ডামি করে নানান জটিল ও কঠিন রোগের অপচিকিৎসা চালিয়ে আসছে। এই অপচিকিৎসার নামে ভন্ড মহিলা সহজ সরল মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় বলে উক্ত অভিযোগে জানা যায়। তার এই ভন্ডমি ও প্রতারনার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে প্রতিবাদ কারিকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কাবু করে রাখে। ভন্ড কোহিনুর তার এই অপচিকিৎসা নির্ভয়ে চালিয়ে যেতে এলাকার কিছু দালালদের অর্থের বিনিময়ে হাতে রেখে তার এই প্রতারনা চালিয়ে যাচ্ছে।

আরো জানা যায়, ভন্ড প্রতারক কোহিনুর বেগম জ্বীন হাজিরা করার ঘরে বিভিন্ন সময় স্বর্ণ চোরাচালানিদের গোপন বৈঠক হয় বলে অভিযোগে জানা যায়। কোহিনুর তার প্রতারনার মাধ্যেমে বহু অর্থের মালিক হয়েছে। তার কাছে বহু প্রাবাসীদের স্ত্রীরা আসলে জ্বীন হাজিরার নামে ও তাবিজ দেওয়ার কথা বলে প্রতারনা করছে। সাম্প্রতি হাটাহাজারীর বিভিন্ন এলাকায় ভন্ড ফকির, জ্বিন বাবা, জ্বীনের বাদশা, জ্বীনের মা নামে বিভিন্ন নারী ও পুরুষরা সাধারণ মানুষের সাথে প্রতারনা চালিয়ে আসছে। উপজেলার পাহাড়ি অঞ্চলে এই জ্বীন বাবাদের আশ্রয়স্থল। এই সুযোগে তারা প্রতারনা ভন্ডামির মাধ্যে কৌশলে তাদের কথিত দালালদের দিয়ে সাধারণ ও সহজ সরল মানষুদেরকে ঠকাচ্ছে। তাই এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন