জঙ্গল থেকে আগুনে পোড়া বস্তাবন্দী লাশ উদ্ধার গাজীপুরে

মুহাম্মদ আতিকুর রহমান : গাজীপুরের কালীগঞ্জে জঙ্গল থেকে আগুনে পোড়া বস্তাবন্দী অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার
করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকার রায়েরদিয়া গ্রামের একটি জঙ্গল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও বয়স ও পরিচয় নিশ্চিত করতে পারেননি।

উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ গোলাম মাওলা জানান, স্থানীয়রা দুপুরে উপজেলার রায়েরদিয়া রাস্তার পাশের একটি জঙ্গলে বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা স্থানীয় উলুখোলা পুলিশ ফাঁড়ির পুলিশকে খবর দেয়। পরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুবকর মিয়ার উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশটি আগুনে পোড়ানো এবং চেহারা বিকৃত হয়ে গেছে। এ জন্য বয়স ও পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।

ওই এসআই আরো জানান, ২/৩ দিন আগে পুলিশের বিশেষ শাখার (ঢাকা) পরিদর্শক মামুন ইমরান খান নিখোঁজ হয়েছেন। এ জন্য অনেকে ধারণা করছেন লাশটি ওই পুলিশ কর্মকর্তার কি না। তাই স্থানীয়ভাবে প্রচার হচ্ছে এটি ওই পুলিশ কর্মকর্তার লাশ। তবে পুলিশের (ঢাকা) বিশেষ শাখার কর্মকর্তারা ঘটনাস্থলের পরিদর্শনে আসছেন। তারা এলে হয়তো পরিচয় নিশ্চিত হওয়া যাবে। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।