তাহিরপুরে অর্ধলক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে অভিযান চালিয়ে ১২টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য অর্ধলক্ষাধিক টাকা।

মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে মাটিয়ার হাওরের জামলাবাজ, গাজীপুর ও সূর্যেরগাঁও সংলগ্ন হাওর এলাকায় তাহিরপুর থানা পুলিশের সহযোগীতায় ১২টি কারেন্ট জাল (৬হাজার ৩শত মিটার) জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবির আহমেদের নের্তৃত্বে আটককৃত জাল গুলো পরে উপজেলা পরিষদ চত্ত্বরে এনে উপজেলার অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তানবির আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাওরের মৎস্য সম্পদ রক্ষার জন্য জাল কারেন্ট নির্মূলে আমাদের অভিযান চলবে। জব্দকৃত কারেন্ট জালগুলোর আনুমানিক মূল্য অর্ধলক্ষাধিক টাকা হবে।

শেয়ার করুন