খাগড়াছড়িতে ১ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আগামী ১৪ জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে খাগড়াছড়িতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুলাই) বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো বিষয়ে বক্তব্য রাখেন খাগড়াছড়ির প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তরুণ কুমার ভট্টচার্য্য, প্রেস ক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: নয়নময় ত্রিপুরা ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানানো হয়, আগামী ১৪ জুলাই ১ম রাউন্ডে খাগড়াছড়িতে স্থায়ী ও অস্থায়ী ৯৯০টি পয়েন্টে ৯৫ হাজার ৫শ ৮৫জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ১শ ৮৩ জন শিশুকে নীল ‘রঙের এবং ১২ থেকে ৫৯ বয়সী ৮৩ হাজার ৪শ ২জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।