শিক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা নাদিম

ছাত্রলীগ নেতা নাদিম

গাজীপুর: শ্রীপুরে আক্তারউজ্জামান নামে এক শিক্ষককে স্কুল থেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগ নেতা।

মঙ্গলবার (১০ জুলাই) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন এলাকার ডোয়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোঃ নাদিম মাহমুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষক আক্তারউজ্জামান বিদ্যালয়ে আসেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মোঃ নাদিম মাহমুদ বিদ্যালয়ে এসে আক্তারউজ্জামানকে রাস্তায় ডেকে নেন এবং বলেন- তুই আমার মায়ের কাছে বলেছিস আমি কিসের নেতা? এই বলেই লাঠি দিয়ে ওই শিক্ষককে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।

পরে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে ওই ছাত্রলীগ নেতার আক্রমণ থেকে আক্তারউজ্জামানকে উদ্ধার করে।

ডোয়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার জানান, আক্তারউজ্জামান টিউশনি করেন। পাশাপাশি কখনও কোনো শিক্ষক ছুটিতে গেলে বিদ্যালয়ে অবৈতনিকভাবে পাঠদান করে থাকেন।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শাহজাহান সরকার জানান, বিষয়টি আমি জেনেছি। সবার সঙ্গে বসে আমরা ন্যায্যবিচার করব।

শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকু জানান, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অভিযুক্ত ছাত্রলীগের সহসম্পাদক মোঃ নাদিম মাহমুদ বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।

তবে এ বিষয়ে নাদিম মাহমুদের মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।