পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত বেড়ে ১২৮

পাকিস্তনে বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) বৈঠকে বোমা হামলায় আসন্ন নির্বাচনের প্রার্থী নবাবজাদা সিরাজ রাইসানিসহ অন্তত ১২৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৩ জুলাই) বেলুচিস্তান প্রদেশের মাসতুংয়ে এ হামলায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আগা উমর বাঙ্গুলজাই।

ডন জানিয়েছে, শুক্রবার বিকালের হামলাটির লক্ষ্য ছিল বেলুচিস্তান আওয়ামী পার্টির পিবি-৩৫ (মাসতুং) এলাকার প্রার্থী সিরাজের নির্বাচনী বৈঠক।

ইসলামিক স্টেট এই হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।