পাহাড়ী জনপদে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

পাহাড় রাণী হিসেবে খ্যাত পাহাড়ী জনপদ পার্বত্য জেলা খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশের মতো শনিবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া প্রথম রাউন্ডের ক্যাম্পেইন চলে বিকেল ৪ পর্যন্ত। জেলা শহরের মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব আব্দুল মান্নান ও সিভিল সার্জন মোঃ শাহ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে খাগড়াছড়িতে ৯৯০টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ১’শ ৮৩ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ বয়সী ৮৩ হাজার ৪’শ ২ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে বলে জেলা সিভিল সার্জন সূত্রে জানানো হয়েছে।