আইআইইউসি'র চতুর্থ সমাবর্তনে শিক্ষামন্ত্রী
শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম : ‘শিক্ষাখাত পরিবর্তনের লক্ষে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে।’

শনিবার (১৪ জুলাই) চট্টগ্রাম আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) আয়োজিত চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রী বলেন, উচ্চ শিক্ষিত তরুণরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এজন্যে বিষয়ভিত্তিক জ্ঞানের বাইরে এসে মৌলিক বিষয় নিয়ে গবেষণা করতে হবে। নিজ নিজ প্রতিভার স্ফুরণ ঘটাতে হবে।

সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।

সমাবর্তন বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী এবং স্বাগত বক্তব্য দেন আইআইইউসির উপাচার্য প্রফেসর কে এম গোলাম মহিউদ্দীন।

আইআইইউসির চতুর্থ সমাবর্তনে ২২ হাজার ৮৫৯ জনকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ৩৬ জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং ২৩০ জনকে ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়।

শেয়ার করুন