অনলাইনে ভ্যাট নিবন্ধন ৩০ জুন পর্যন্ত
স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ব্যবসায়িক কার্যক্রম

বার্ষিক লেনদেন ৩০ লাখ টাকার বেশি হলেই অনলাইনে নিবন্ধন নিতে হবে। আগামী ৩০ জুনের মধ্যে যেসব প্রতিষ্ঠান অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) নিবন্ধন করবে না ওইসব প্রতিষ্ঠানের আমদানি-রফতানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এমনটাই জানিয়েছে গণমাধ্যমকে। আগামী ১৫ মার্চ থেকে অনলাইনে ভ্যাট নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

এনবিআর সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে ৫০ হাজার প্রতিষ্ঠানকে এর আওতায় আনা হবে। তবে অনলাইনে ভ্যাট নিবন্ধন সব ব্যবসায়ীকে নিতে হবে না। বছরে ৩০ লাখ টাকার কম লেনদেন হয় যেসব প্রতিষ্ঠানে সেগুলো এর বাইরে থাকবে। বার্ষিক লেনদেন ৩০ লাখ টাকার বেশি হলেই অনলাইনে নিবন্ধন নিতে হবে।

এনবিআরের এক কর্মকর্তা জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিবন্ধন নিতে শিগগিরই প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াসহ নানামুখী প্রচার চালানো হবে। প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে অনুরোধ করা হবে। তার পরও কেউ নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোনো এলসি খুলতে পারবে না। নতুন অ্যাকাউন্টও খোলা যাবে না। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তিনি আরও জানান, ভ্যাট অনলাইন প্রকল্পে সফটওয়্যার এমনভাবে ইনস্টল করা আছে যে, নিবন্ধন না নিলে ৩০ জুনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এ-সংক্রান্ত কর্মকাণ্ড স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আগামী অর্থবছরের ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন পুরোপুরি বাস্তবায়ন হওয়ার কথা। এ আইন কার্যকর হলে অনলাইনেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো রিটার্ন জমা ও কর পরিশোধসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে পারবে। এ কারণে অনলাইনে সব কাজ করতে হলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে নিবন্ধন নিতে হবে। নতুন ভ্যাট আইনটি প্রযুুক্তিনির্ভর। যে কারণে ভ্যাটের সব লেনদেন অটোমেশনের আওতায় হবে। ভ্যাট আইন বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থে অনলাইন প্রকল্প বাস্তবায়ন করছে এনবিআর। এর অংশ হিসেবে অনলাইনে নিবন্ধনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে ভ্যাটের নিবন্ধন দেওয়া হতো সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে এবং এর নম্বর ছিল ১১ ডিজিটের। অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে সার্কেল অফিসের পরিবর্তে কেন্দ্রীয়ভাবে এনবিআর থেকে নিবন্ধন নম্বর দেওয়া হবে এবং তা হবে ৯ ডিজিটের। আগে একই গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের জন্য ভিন্ন নিবন্ধন নিতে হতো। অনলাইনের আওতায় সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিবন্ধন হবে অভিন্ন (ইউনিক)। উদাহরণ হিসেবে বলা যায়, আগে একটি ব্যবসায়িক গ্রুপের অধীনে ১৫টি সহযোগী প্রতিষ্ঠান থাকলে বিভিন্ন ভ্যাট সার্কেল অফিস থেকে একাধিক নিবন্ধন নম্বর দেওয়া হতো। অনলাইনে নিবন্ধন শুরু হলে তখন একটি ব্যবসায়িক গ্রুপের অধীনে যতগুলো সহযোগী প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর জন্য শুধু একটি অভিন্ন ভ্যাট নিবন্ধন নম্বর দেওয়া হবে। মূলত ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনে স্বচ্ছতা আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, অনলাইনে সেবা নেওয়ার জন্য ভ্যাট নিবন্ধন নেওয়ার বিষয়টি অনেকটা অনলাইন কর শনাক্তকরণ নম্বর বা ই-টিআইএনের মতো। ঘরে বসেই ব্যবসায়ীরা ভ্যাট নিবন্ধন নিতে পারবেন। এরই মধ্যে যেসব প্রতিষ্ঠানের সনাতনী পদ্ধতিতে নিবন্ধন নেওয়া আছে, সেসব প্রতিষ্ঠানকেও এখন নতুন করে অনলাইন নিববন্ধন নিতে হবে।

এনবিআর সূত্র বলেছে, ভ্যাট অনলাইন ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন নেওয়া যাবে। এটি নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ব্যবসা প্রতিষ্ঠানের অন্য শাখার ঠিকানা, ব্যাংক হিসাব নম্বর, ব্যবসার ধরন, টার্নওভারের পরিমাণ, ব্যবসা শুরুর তারিখ, বিদ্যমান ভ্যাট নম্বর থাকলে সেসব তথ্য দিতে হবে। এ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালকদের তথ্য, তাদের জাতীয় পরিচয়পত্র নম্বর, নাম, ব্যবসায়ে তাদের অংশ ইত্যাদি তথ্যও দিতে হবে।

একই ওয়েবসাইট ব্যবহার করে পরে নিয়মিত ভ্যাট রিটার্ন ও কর পরিশোধ করা যাবে। আবার প্রতিষ্ঠান মালিকরা চাইলে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট কার্যালয়ে যাবতীয় তথ্য দিয়ে এ নিবন্ধন নিতে পারবেন। সে ক্ষেত্রে এসব তথ্য ওই কমিশনারেট থেকে ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে পাঠানো হবে। তারপর যাচাই-বাছাই শেষে নিবন্ধন দেবে প্রকল্প কার্যালয়। বর্তমানে সনাতনী পদ্ধতিতে প্রায় আট লাখ ভ্যাট নিবন্ধন নেওয়া হয়েছে। এদের ৭০ ভাগই ভুয়া। বাকি প্রতিষ্ঠানগুলোকে অভিন্ন নম্বর দিয়ে অনলাইনের আওতায় নিয়ে আসা হবে পর্যায়ক্রমে।

শেয়ার করুন