কলেজ ছাত্রীকে ধর্ষণ : ৫ জন ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রাম : নগরীর চকবাজার জঙ্গীশাহ মাজার গেইট এলাকায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার পাঁচ যুবককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৬ জুলাই) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাব উদ্দিন আহমেদ।

তিনি বলেন, কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার পাঁচ যুবককে চকবাজার থানা পুলিশ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত শুনানি শেষে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পাঁচ যুবক হলেন, মো. মহিউদ্দিন (২২), সাইফুল ইসলাম সাকিব (২২), আশিক ইমরান (২৪), রাজবীর হোসেন নয়ন (২২), মোশাররফ হোসেন আকাশ (২২)।

উল্লেখ্য, ৭ জুলাই রাতে ঐ ছাত্রীর বাসায় তারা প্রাইভেট শিক্ষক আসলে স্থানীয় ৫-৬ জন বখাটে বাসায় ঢুকে প্রথমে চাঁদা দাবি করে। ঐ ছাত্রীর শিক্ষক ও তার আরেক বন্ধুকে মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের জিম্মি করে ঐ ছাত্রীকে ধর্ষণ করে কাউকে না বলার জন্য হুমকি দেয়। ঐ ছাত্রীর অভিযোগের পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শেয়ার করুন