দ্বন্দ্ব-বিষাদ মহিলা আওয়ামী লীগের সম্মেলনে
চট্টগ্রাম আওয়ামী লীগের নেতৃত্বে স্বামী-স্ত্রী-ছেলে

এবিএম মহিউদ্দিন চৌধুরী, হাসিনা মহিউদ্দিন ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফাইল ছবি

দ্বিতীয় রাজধানী খ্যাত চট্টগ্রামে আওয়ামী লীগের অবস্থান সুদৃঢ়। সংসদ সদস্য মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছে চট্টগ্রামের। দলের স্বার্থে আরো ত্যাগী হওয়া প্রয়োজন।

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি, ত্যাগী ও বর্ষিয়ান নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী। তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহধর্মিনী হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি (সহ-সভাপতি)।

রাজনীতির বুকে-পিঠে জড়িয়ে আছে এ পরিবার। তিনটি অতি গুরুত্বপুর্ণ দলীয় পদ হিংসা কিংবা প্রতিহিংসার রোষানলে পরছে-পুড়ছে। ঝড়ছে তাজা প্রাণ। বিভিন্ন অনুসন্ধান এবং তথ্যসূত্র খুঁজলে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের গ্রুপিং সংশ্লিষ্টতা, দলীয় অন্ত:র্কোন্দল বেরিয়ে আসে। রয়েছে নগর আওয়ামী লীগের শীর্ষ দুটি সাংগঠনিক পদবীধারীদের দ্বন্দ্বও। মূলত তাদের অনুসারীরাই প্রাণঘাতি হয়ে উঠছে। এসব দ্বন্দ্ব-বিষাদ দেশের উন্নয়নের চাকাও ধীর করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আজ ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে নগরীর কিং অব চিটাগাং ক্লাবে আয়োজিত মহিলা আওয়ামী লীগের সম্মেলনে ‘প্রবেশ বঞ্চিত’ ত্যাগী নেতা-কর্মীদের উত্তেজনা পক্ষান্তরে পুঞ্জিভুত ক্ষোভের প্রকাশমাত্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের স্বার্থে চট্টগ্রামের আওয়ামী লীগ নীতি-নির্ধারক মহল সময়োপযুগি সিদ্ধান্ত নেয়ার এখনই সময়। প্রয়োজন, দলকে আরো শক্তিশালী করতে ব্যক্তির স্বার্থ ত্যাগ করা।

সম্মেলন স্থলে ‌’প্রবেশ বঞ্চিত’ একাধিক নেতা-কর্মীর সাথে কথা বলে জানান গেছে, তাদের ক্ষোভ মূলত: হাসিনা মহিউদ্দিনের প্রতি। তারা বলছেন-প্রয়াত নীলুফার কায়সারের ‍অবর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের দায়িত্ব পালন করছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন। দীর্ঘ দুই দশক ধরে সাংগঠনিক ক্ষমতা অপব্যবহার করা হচ্ছে-এমন অভিযোগ তুলে তারা বলছেন, ‘অনেকটা পরিবার কেন্দ্রিক রূপ নিচ্ছে দল।’

মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপতি সেনগুপ্তার অভিযোগ, ‘সম্মেলনের নিয়ন্ত্রণ রয়েছে নগর মহিলা লীগের সভাপতি বেগম হাসিনা মহিউদ্দিনের হাতে। তিনি অনেক ত্যাগী নেতা-কর্মীদের কাউন্সিলিং কার্ড দেননি। যে কারণে তারা সম্মেলনস্থলে প্রবেশ করতে পুলিশি বাধার সম্মুখিন হন। এর ফলশ্রুতিতে বঞ্চিত ক্ষুব্ধ কর্মীরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

তিনি আরো বলেন-১৯৯৮ সালে সর্বশেষ নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রয়াত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সারের স্ত্রী নীলুফার কায়সারকে সভাপতি এবং তপতী সেনগুপ্তাকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।

এরপর আর নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। প্রয়াত নীলুফার কায়সারের ‍অবর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের দায়িত্ব পালন করছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন।

শেয়ার করুন