বিদেশের কারাগারে সাড়ে ৯ হাজার বাংলাদেশি বন্দি

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক লিখিত প্রশ্নের উত্তরে জানান, পৃথিবীর ৩৮টি দেশের কারাগারে ৯ হাজার ৬৪০ জন বাংলাদেশি বন্দি রয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এ তথ্য জানানো হয় ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারাগারে আটক থাকা বাংলাদেশি নাগরিকের বিষয়ে অবহিত করলে তা যাচাইপূর্বক বাংলাদেশ দূতাবাস সে দেশে আটক বাংলাদেশির বিষয়ে নিশ্চিত হয় এবং কনস্যুলার একসেসের মাধ্যমে তাদের সঙ্গে দূতাবাস কর্তৃপক্ষ সাক্ষাৎ করে। ক্ষেত্রবিশেষ সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করে তাদের মুক্তি ও দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়।

মন্ত্রী বলেন, আটককৃত বাংলাদেশিদের মধ্যে সিঙ্গাপুরের কারাগারে ৮৭ জন, মিয়ানমারে ৯৮জন, ভারতে ২ হাজার ৩৩৭ জন, নেপালে ১২ জন, গ্রিসে ১২৩ জন, যুক্তরাষ্ট্রে ২৬ জন, জাপানে ৬৫ জন, যুক্তরাজ্যে ২১৮ জন, থাইল্যান্ডে ২৩ জন, সৌদি আরবে ৭০৩ জন, ফ্রান্সে ৪৬ জন, কাতারে ১১২ জন, জর্ডানে ৩৭ জন, মিশরে পাঁচজন, দ. কোরিয়ায় ১৬ জন, জর্জিয়া ২৬ জন, পাকিস্তানে ১৯ জন, কিরগিজিস্তানে ১ জন, ওমানে ১ হাজার ৪৮ জন, বাহরাইনে ৩৭০ জন, লেবাননে ২ জন, মালয়েশিয়াতে ২ হাজার ৪৬৯ জন, তুরস্কে ৬৮ জন, চীনে ৫ জন, হংকংয়ে ২৪ জন, আজারবাইজানে ৬ জন, মঙ্গোলিয়ায় ১ জন, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৯৮ জন, মরিশাসে ৭ জন, ব্রুনাইয়ে ৫ জন, মেক্সিকোতে ৯৭ জন, ইতালিতে ৫১ জন, ইরাকে ১২১ জন, মরক্কোতে ২ জন, ব্রাজিলে একজন, অস্ট্রেলিয়াতে ৩৯ জন এবং কুয়েতে ২৬১ জন, দক্ষিণ আফ্রিকাতে ১১ জনসহ মোট ৯ হাজার ৬৪০ জন।

শেয়ার করুন