হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম নগর মহিলা লীগের সভাপতি

হাসিনা মহিউদ্দিন। ফাইল ছবি

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিনা মহিউদ্দিন আর সাধারণ সম্পাদক হয়েছেন আনজুমান আরা চৌধুরী আনজি।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সম্মেলনের উদ্বোধনশেষে কাউন্সিল অধিবেশনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কমিটির ৬টি পদে নাম ঘোষণা করেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা।

কমিটির অন্যান্যদের মধ্যে সহ সভাপতি হয়েছেন সাবেক কাউন্সিলর মমতাজ খান, রওশন আরা ইউসুফ, নূরনাহার মোতালেব, রওশন আরা আমিন, হামিদা রশিদ এবং তপতী সেনগুপ্তা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন চসিকের কাউন্সিলর নীলু নাগ, সাবেক কাউন্সিলর রেখা ‍আলম চৌধুরী ও মালেকা বেগম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হোসনে আরা বেগম।

হাসিনা মহিউদ্দিন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী। সাধারণ সম্পাদক আনজুমান আরা চৌধুরী আনজি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সহ-সভাপতি রওশন আরা ইউসুফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য ড.আবু ইউসুফ আলমের স্ত্রী।

রেখা আলম চৌধুরীর নাম কমিটিতে এলেও তিনি সম্মেলনে উপস্থিত ছিলেন না। তার কর্মীদের কাউন্সিলর করা হয়নি এই অভিযোগে তিনি সম্মেলনে প্রবেশ করেননি।

১৯৯৮ সালে অনুষ্ঠিত সর্বশেষ সম্মেলনে গঠিত কমিটিতে তপতী সেনগুপ্তা ছিলেন সাধারণ সম্পাদক। পরে হাসিনা মহিউদ্দিনের সঙ্গে বিরোধে জড়িয়ে তিনি বিদ্রোহী হন।

হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা লীগের সহ সভাপতি বেগম সাফিয়া খাতুন ও অঞ্জলী সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিরিন রোখসানা, সংসদ সদস্য বেগম সাবিহা মুসা, দক্ষিণ জেলা মহিলা লীগের সভানেত্রী ও সাবেক সাংসদ হাসিনা মান্নান।

উদ্বোধনী ‍অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সিলর নীলু নাগ।