মহেশখালীর পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২

কক্সবাজার : সন্ত্রাসের জনপদ মহেশখালী কালারমার ছড়ার পাহাড়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় হানা দিয়েছে র‍্যাব। ২০টি অস্ত্র ও বিপুল পরিমান তাজা গুলিসহ আটক করা হয়েছে অস্ত্র তৈরির দুই মেশিনম্যানকে।

শনিবার (২১ জুলাই) সন্ধ্যা থেকে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী হাসান জানান, ওই এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা রয়েছে এমন খবরের ভিত্তিতে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়ন সংলগ্ন এলাকার পাহাড়ে একটি দেশী অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। কারখানায় হানা দিয়ে ২০টি দেশী অস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‍্যাবের অভিযানের তুপের মুখে পালানোর সময় আব্দুল হাকিম (৩৮) ও শহিদুল্লাহ (৩১) নামের দু’অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন তিনি।