৫৬ শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা, গ্রেফতার ২

গাজীপুর : কাপাসিয়া থানায় সোমবার (২৩ জুলাই) ১৬ জন এজাহার নামিয় ৪০ জন অজ্ঞাতনামা শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা করেছে থানা পুলিশ। এস আই সফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রবিবার রাতে নাশকতার উদ্দেশ্যে প্রায় ৫৬জন শিবির নেতা-কর্মী উপজেলার বারিষাব ইউনিয়নের জলপাইতলা এলাকায় একত্রিত হয়ে নাশকতা সৃষ্টির লক্ষে পরিকল্পনা করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপজেলা শিবিরের সভাপতি মোঃ মোছাদিকুল ইসলাম (২৬) ও বারিষাব ইউনিয়নের সাধারণ সম্পাদক রাসেল মিয়া (২০) নামে দুই শিবির নেতাকে আটক করতে সম হয়। এ সময় অন্যান্য নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যায়।

ইন্সপেক্টর অপারেশন মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল হতে দুই শিবির নেতাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের জবানবন্দি মতে ১৬ জন এজাহার নামিয় ৪০ জনকে অজ্ঞাত করে নাশকতা মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিদের সোমবার গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।