কর্ণফুলী নদীতে জাহাজে বিস্ফোরণ, ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম : কর্ণফুলী নদীতে ভাসমান একটি তেল পরিবহনের জাহাজে বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুলাই) শিকলবাহা ইউনিয়নের দ্বীপ কালা মোড়ল এলাকা সংলগ্ন নদীতে দেশ-১ নামে এই জাহাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে বলে কর্ণফুলী থানা পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- নোয়াখালীর বাসিন্দা রাশেদ (২১) এবং কুমিল্লার বাসিন্দা মাসুম (২৩)।

কর্ণফুলী থানার এসআই আবদুল মতিন বলেন, “ঝালাইয়ের কাজ করার সময় ঝালাই কাজে ব্যবহার করা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ হয়। এতে এক শ্রমিক জাহাজের ওপর পড়ে মারা যায়। অন্যজন পানিতে ছিটকে পড়ে। বিস্ফোরণে আরও তিনজন আহত হয়েছে। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহত কামরুল (২৮) ও আমজাদ হোসেন (৩০) নামের দুই শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামরুল নোয়াখালী জেলার ফোরকান মিয়ার ছেলে, আমজাদ চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা। আহত আরেকজনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

দেশ-১ নামের জাহাজটি ওশান ডক ইয়ার্ড নামের একটি বেসরকারি ডক ইয়ার্ডে ছিল বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন