বিএমডিসির তদন্ত কমিটির সাথে দেখা করেনি অভিযুক্ত চিকিৎসকরা

ভুল চিকিৎসা ও অবহেলায় শিশু রাইফার মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত বিএমডিসির কমিটির সঙ্গে সাক্ষাৎ করেননি অভিযুক্ত চিকিৎসকরা।

মঙ্গলবার (২৪ জুলাই) তদন্ত কমিটির প্রধান রুহুল আমীনের নেতৃত্বে চার সদস্যের কমিটি ম্যাক্স হাসপাতালে প্রায় চার ঘণ্টা অবস্থান করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক, কান, গলা বিভাগের অধ্যাপক আবুল হাসনাত জোয়ার্দার, নিওরোসার্জারি বিভাগের অধ্যাপক নারায়ণ ও বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার আরমান হোসেন।

পরে হাসপাতাল থেকে বের হয়ে তদন্ত কমিটির প্রধান রুহুল আমীন সাংবাদিকদের বলেন, “চিকিৎসকরা বিএমডিসিতে আবেদন করেছিলেন, ব্যক্তিগত কারণে তারা আসতে পারেননি।

তিনি আরো বলেন, “রাইফার বাবা রুবেল খানের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, দেখা হয়নি। সবার মতামত সংগ্রহ করা গেলে প্রাথমিকভাবে কনক্লুশান ড্র করা যাবে।”

শেয়ার করুন