আজ পাকিস্তানের ১১তম জাতীয় নির্বাচন। নির্বাচনে অংশ নেবেন প্রায় ১০ কোটি ৫ লাখ ভোটার। তারা অধির আগ্রহে ভোট দেয়ার অপেক্ষা করছে।
বুধবার (২৫ জুলাই) শুরু হওয়া পাকিস্তানের এ জাতীয় নির্বাচনে ভোটাররা স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন। আগ্রহী ভোটারদের অনেকেই সকাল ৭টায় ভোটকেন্দ্রে গিয়ে অবস্থান করতে দেখা যায়।
দেশটির ১১তম জাতীয় নির্বাচনে মূলত প্রতিদ্বন্দিতা করবে পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই), পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
এর আগে পাকিন্তানের নির্বাচন কমিশন ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ২৫ জুলাইয়ে দেশটিতে জাতীয় ছুটি ঘোষণা করে।
পাকিস্তানের এ জাতীয় নির্বাচনে সহিংসতা ঠেকাতে ৩ লাখ ৭১ হাজার ৩৮৮জন সেনা মোতায়েন করেছে নির্বাচন কমিশন।
স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।