হাসিনা’র কাগুজে কমিটিকে চ্যালেঞ্জ, পাল্টা কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পাল্টা কমিটি ঘোষণা করা হয়। ছবি এমএ হান্নান কাজল

চট্টগ্রাম : মহানগর মহিলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটিকে চ্যালেঞ্জ করে পাল্টা কমিটি ঘোষণা করেছে বিদ্রোহী নেত্রী গত কমিটির সিনিয়র সহ সভাপতি নমিতা আইচ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই পাল্টা কমিটি ঘোষণা করা হয়।

পাল্টা কমিটিতে নমিতা আইচকে সভাপতি এবং সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। তপতী সেনগুপ্তা, ফেরদৌসি নাজিম ও হাসিনা জাফরকে সহ সভাপতি করা হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক কাউন্সিলর রেহানা বেগম রানু ও বর্তমান কাউন্সিলর আনজুমানা আরা বেগমকে। মর্জিনা আক্তার লুসি পাল্টা কমিটির সাংগঠনিক সম্পাদক।

সংবাদ সম্মেলনে বলা হয়, মঙ্গলবারের মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে যেসব ত্যাগী নেত্রীকে ডেলিগেট কার্ড পর্যন্ত দেয়া হয়নি। অথচ তাদেরকে কমিটিতে রাখা হয়েছে। নাম গোষণা করা হয়েছে বিভিন্ন পদ-পদবীর। বিষয়টি অত্যন্ত দু:খজনক। সমালোচিত সদ্য ঘোষিত নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে মহিলা নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বলেন-নগরের সকল ওয়ার্ড কমিটি আমাদের প্রস্তুত। নগর কমিটির রূপরেখা গঠনতন্ত্র অনুযায়ী প্রস্তুত করা আছে। আমরা সদ্য ঘোষিত কাগুজে কমিটিকে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের কর্মী বাহিনীর পক্ষে তীব্র ঘৃণা, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পাল্টা কমিটি ঘোষণা করা হয়। এসময় বক্তব্য রাখছেন সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী। ছবি এমএ হান্নান কাজল

দুই দশক পর মঙ্গলবার নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হন হাসিনা মহিউদ্দিন।  সাধারণ সম্পাদক হন আনজুমান আরা চৌধুরী আনজি। আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা ১২ সদস্যের আংশিক কমিটি অনুমোদনের ঘোষণা দেন।

শেয়ার করুন