সিএমপি সদর দফতর পুলিশ লাইন্সে

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দফতর লালদীঘি থেকে দামপাড়া পুলিশ লাইন্সে স্থানান্তর করা হয়েছে। অফিসের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে পুলিশ লাইন্সের অফিসে।

রোববার (২৯ জুলাই) থেকে পুলিশ লাইন্সে অফিস করবেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগমসহ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, সিএমপির সদর দফতর আপাতত পুলিশ লাইন্সে স্থানান্তর করা হচ্ছে। সিএমপির সদর দফতরের জন্য নতুন ২২ তলা একটি ভবন নির্মাণ করা হবে। ভবনের নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত পুলিশ লাইন্সে সিএমপি সদর দফতরের অফিস থাকবে।

সিএমপি কমিশনার বলেন, নতুন ভবনের নকশা অনুমোদন হয়েছে। অন্যান্য কাজও শেষ হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শুরু হবে শিগগির।

শেয়ার করুন