শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ৪ চালক-হেলপার আটক

রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই কলেজশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তিনটি বাসের দুই চালক ও দুই হেলপারকে আটক করেছে র‌্যাব-১। সোমবার (৩০ জুলাই) দুপুরে তাদেরকে আটক করা হয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (২৯ জুলাই) দুপুরে ‍দুর্ঘটনাটির পর রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

উল্লেখ্য, রবিবার (২৯ জুলাই) দুপুরে হোটেল রেডিসনের বিপরীতে (এমইএস বাসস্ট্যান্ড) ফুটপাতে জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় আহত হন ১৬ জন।

প্রতিবাদে সোমবার সকাল থেকে বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। এর আগে, শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তায় মানববন্ধনে দাঁড়াতে গেলে পুলিশের বাধায় তা প্রথমে পণ্ড হয়ে যায়। পরে তারা রাস্তায় এসে বিক্ষোভ করেন।

শেয়ার করুন