রাজশাহীর নতুন নগরপিতা লিটন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন। এই সিটির ১৩৮টি কেন্দ্রের মধ্যে সব কটির ফল পাওয়া গেছে।

ভোট গননাশেষে নৌকা প্রতীকে লিটন পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট। দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান ৮৭ হাজার ৯০২ ভোট। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা কেন্দ্র থেকে আসা ফল ঘোষণা করছেন আনুষ্ঠানিকভাবে।

এর আগে, সোমবার (৩০জুলাই) সকাল আটটা থেকে তিন সিটি করপোরেশন নির্বাচনে একয়োগে ভোটগ্রহণ করা হয়। একটানা ভোটগ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত। এই সিটি নির্বাচনে মেয়র পদে আরও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার করুন