ভালোবাসা দিবসে আস্থা একাডেমীর শ্রুতি আয়োজন

চট্টগ্রাম :

চট্টগ্রাম : “সৃষ্টি থেকে স্রষ্টা, থাক আস্থার ভালোবাসা” মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হোটেল ফেভার ইন মিলনায়তনে আস্থা একাডেমীর ভালোবাসা দিবসের শ্রুতি আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন সিএমবিএ’র সভাপতি মো: আলি, প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক লায়ন এম. শফিউল আলম, সংবাদ উপস্থাপক রোটারিয়ান ফাতেমা জেবুন্নেসা।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

চট্টগ্রাম :

এর আগে আস্থা একাডেমীর সভাপতি সাইমন সফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহমিদা মজুমদার।

ভালোবাসার কথামালাশেষে মহান ভাষা শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর কবি শাওন পান্থ’র গ্রন্থ  ‘শেষ শরতের কাব্য’ অবলম্বনে আস্থা একাডেমীর প্রযোজনায় বিশিষ্ট আবৃত্তিশিল্পী জামিল আহমেদ চৌধুরী ও মেহবুবা ই ফাতেমার কন্ঠে দুটি শ্রুতি প্রযোজনা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।

মঈন উদ্দিন কোহেলের পরিচালনায় আবহ সুর ও আবছার উদ্দিন অলির নির্দেশনায় ছায়াচিত্রের সমন্বয় প্রযোজনা দুটিকে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানে কবি শাওন পান্থ’কে আস্থা একাডেমীর সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক সামছুল আরেফিন।

আব্দুল­াহ আল মামুন ও লিসা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমীর সহ-সভাপতি তৌহিদুল আলম, সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন ফয়সাল, বিশিষ্ট সংগীত শিল্পী সুবর্না রহমান, নাট্যকর্মী তারিক মোহাম্মদ জাহাঙ্গীর, গীতিকার ফারুক হাসান ও পিডিসি’র প্রধান নির্বাহী হেলাল উদ্দিনসহ প্রমূখ।

শেয়ার করুন