মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে খাগড়াছড়িতে কোটি টাকা লেনদেনের অভিযোগ

খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির বিরুদ্ধে কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবে যাচাই বাছাই কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি করে এক কোটি ত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে হয়রানি ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পানছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সভাপতি মনিরুজ্জামান। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্যরা বিএনপি-জামায়াত ইসলাম সমর্থিত। গেজেটধারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে টাকা নিয়ে ও নিয়ম না মেনে গোপনে ভুয়া মুক্তিযোদ্ধাদের নামের তালিকা তৈরী করেছেন। কমিটির সদস্য আবুল হাসেম ও মো: মোস্তফা মিলে ভুয়া তালিকা প্রণয়ন করেছেন। তাদের শাস্তিসহ বর্তমান যাচাই বাছাই কমিটির কার্যক্রম বাতিল করে নতুন কমিটির ঘোষণার দাবী জানানো হয়।

অপরদিকে, অভিযোগ অস্বীকার করে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য ও মাটিরাঙা মুক্তিযোদ্ধা সংসদ পৌর ইউনিটের সভাপতি আবুল হাসেম মুঠোফোনে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো মুক্তিযোদ্ধাকে বাদ দেয়ার এখতিয়ার কমিটির হাতে নেই। মন্ত্রণালয়ের প্রদত্ত নীতিমালা অনুসরণ করে যাচাই বাছাই কার্যক্রম করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি আব্দুর রহমান, সাবেক জেলা কমান্ডার ডা: মফিজুর রহমান তালুকদার, মো: হানিফ, নুরুল ইসলাম ও মো: জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন