ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধ

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলোনের মধ্যে মোবাইল ইন্টারনেটের ফোর জি ও থ্রি-জি সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (৪ আগস্ট) সন্ধ্যায় ইন্টারনেটের গতি ১.২৮ কেবিপিএসে নামানোর নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এরপর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে গ্রাহকেরা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েন। তবে এই নির্দেশনা কত দিনের জন্য বা কত ঘণ্টার জন্য সে সম্পর্কে কিছু জানা যায় নি।

এর আগে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের আন্দোলন সামাল দিতে ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধের সুপারিশ করা হয়। পুলিশের মতে, শিক্ষার্থীরা ফেসবুক ব্যবহার করে আন্দোলনের প্রচার চালাচ্ছে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, ১.২৮ কেবিপিএসে ফেইসবুকে ছবি আপলোড করা সম্ভব হবে না। অন্যান্য ওয়েবসাইট দেখতেও গ্রাহকদের বেশ ভোগান্তিতে পড়তে হবে।

শেয়ার করুন