জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশকারী নিহত

ছবিতে ওই বাড়িতে একটি ভাঙা তেপায়া টেবিল, একটি কাঠের দরজার ভাঙা অংশ ও মেঝেতে ফুল ছড়িয়ে থাকতে দেখা গেছে। ছবি: এনডিটিভি

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ ও তার ছেলে রাজনীতিবিদ ওমর আব্দুল্লাহর জম্মুর বাড়িতে গুলিতে এক অনুপ্রবেশকারী নিহত হয়েছেন।

ওই অনুপ্রবেশকারী গাড়ি নিয়ে জোর করে প্রবেশের পর হেঁটে বাড়ির ভিতর ঢুকে ভাংচুর চালিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

শনিবার (৪ আগস্ট) সকালের এ ঘটনার সময় কাশ্মিরভিত্তিক রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের ওই দুই নেতা জম্মু শহরের বাড়িটিতে ছিলেন না। তারা ভারতের সর্বোচ্চ জেড-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

ওই অনুপ্রবেশকারীর সঙ্গে ধস্তাধস্তিতে এক নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছ্নে। ওই অনুপ্রবেশকারীর কাছে একটি পরিচয় পত্র পেয়েছে জম্মু পুলিশ, তাতে তার নাম মুরাদ আলী শাহ্ এবং বাড়ি কাশ্মিরের সীমান্তবর্তী জেলা পুঞ্চে বলে জানা গেছে।

এই ব্যক্তি একটি কালো মাহিন্দ্রা এক্সইউভি গাড়ি সজোরে চালিয়ে বাড়িটির সদর দরজা দিয়ে প্রবেশ করার পর বেপরোয়াভাবে চালিয়ে বাড়ির ভিতরের বাগানে পৌঁছে যায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে পিটিআই।

জম্মুর শীর্ষ পুলিশ কর্মকর্তা এসডি জামওয়াল বলেছেন, তার কাছ কোনো অস্ত্র ছিল না। এটি শুধুমাত্র ভিআইপি এলাকায় জোর করে প্রবেশের একটি ঘটনা। তবে সে বাড়ির লবিতে ঢুকে ভাংচুর চালিয়েছে ও সিআরপিএফের ওপর হামলা করেছে।