বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধা অপব্যবহারের অভিযোগ

১৬ গাড়ি ব্যবহারকারীর পাসবই তলব

বিশ্বব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এবার শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভিযোগে বলা হয়, শুল্কমুক্ত সুবিধায় আমদানী করা গাড়ী দায়িত্ব পালনশেষে গাড়ির পাশ বই ফেরত দেননি। এ অভিযোগে ১৬টি গাড়ি ব্যবহারকারীর পাশবই তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। একই সাথে এসব গাড়ির বর্তমান সম্ভাব্য অবস্থান ও ওই সময়ে ব্যবহারকারী কর্মকর্তার বর্তমান কর্মস্থল সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে।

ঢাকায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বরাবর চিঠি দিয়ে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানাতে বলা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান। তিনি বলেন, এসব গাড়ির বিস্তারিত তথ্য, ব্যবহারকারীর ব্যক্তিগত ও ব্যাংক হিসাবের তথ্য, বর্তমান কর্মস্থল, গাড়ির পাশবুকসহ প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) ওই নোটিস বিশ্বব্যাংকের ঢাকা অফিসে পাঠানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তারা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এনে ব্যবহার করতে পারেন। কিন্তু দায়িত্ব পালন শেষে ওই গাড়ি সম্পর্কে এনবিআরকে জানাতে হয়। গাড়ির পাশবই জমা দিতে হয়। বিক্রি করতে চাইলে শুল্ক বিভাগের যথাযথ অনুমতি নিয়ে গাড়ির শুল্ক-কর নির্ধারণ করে তা এনবিআরে পরিশোধ করতে হয়। ড. মইনুল খান বলেন, এর ব্যত্যয় হলে তা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। তিনি বলেন, আমাদের কাছে থাকা প্রাথমিক তথ্য অনুযায়ী ১৬টি গাড়ি ব্যবহারকারী বিশ্বব্যাংকের ওই কর্মকর্তারা শুল্ক সুবিধার অপব্যবহার করেছেন। তৃতীয় কোনো পক্ষের কাছে গাড়ি বিক্রি করে দিয়েছেন। এসব গাড়ি গত চার-পাঁচ বছর আগে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা। যারা এগুলো ব্যবহার করেছেন, তারা দেশে নেই বলে জানা গেছে। ব্যবহারকারীরা কবে দেশে এসেছিলেন এবং কবে দেশ ত্যাগ করেছেন এসব তথ্যও জানতে চাওয়া হয়েছে।

মইনুল খান আরো বলেন, তদন্তের প্রয়োজন হলে গাড়িগুলো জব্দ করে মামলার প্রক্রিয়া শুরু করা হবে। এক্ষেত্রে বিদ্যমান শুল্ক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যে সব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ: এনবিআর সূত্রে জানা গেছে, আলোচ্য ১৬টি গাড়ির পাশবই ২০০৬ সাল থেকে পরবর্তী সময়ে ইস্যু করা হয়েছে। বিশ্বব্যাংকের যে সব কর্মকর্তার বিরুদ্ধে এ সুবিধা অপব্যবহারের অভিযোগ উঠেছে তারা হলেন: শকুন্তলা আকমিমানা, ক্যাথিনোয়েল খু, প্রমিতা দাসগুপ্ত (আইএফসি), বিনয়া স্বরূপ, উসম্যান সেক্ল, জোশে এডগার্ডো লোডেজক্যামডোস, মিরভা টুলিয়া, ডায়িড, গ্রিনা নিকডবার্কগার, মৃদুলা সিং, তাহসীন সাঈদ খান, মায়ুমি ইসোগেইন, তানিয়া মানা ডি মিত্রাজকো, সিরান ওজার, ফ্যাবিও পিটালুগা ও হেলেন জয় ক্রেইগ।

শেয়ার করুন